স্পোর্টস ডেস্ক :
সাদা পোশাকে ২৩ বছর কাটিয়ে এখন অনেকটাই পরিণত বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্টেও এখন বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। তারই প্রমাণ হিসেবে এবার আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের এ জয় তৃতীয় সর্বোচ্চ হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে।
প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে দুটি। প্রথমটি হলো ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। পরেরটি ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। পরেরটিও অসিদের। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল তারা। এরপর আর কোনো দলই সাদা পোশাকের ক্রিকেটে পায়নি এত বড় ব্যবধানে জয়ের দেখা। এবার এই তালিকায় জায়গা করে তৃতীয় স্থানে জায়গা করে নিল বাংলাদেশ।
টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ বারের মতো ৫০০+ রানের জয় দেখলো ক্রিকেটপ্রেমীরা। এশিয়ান কোনো দলের পক্ষে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় এখন বাংলাদেশের দখলে। এর আগে ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ৪৬৫ রানের জয়টি ছিলো এশিয়ান কোনো দলের সবচেয়ে বড় জয়। একই সাথে ৮৯ বছর পর টেস্টে ৫০০+ রানের জয় দেখলো বিশ্ব!
টেস্টে রানের দিক থেকে এর আগে বাংনাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। এবার এলো আরও বড় সাফল্য।
আফগানিস্তানকে ৬৬২ রানের অবিশ্বাস্য লক্ষ্য দিয়ে তৃতীয় দিনের শেষে দ্রুত দুই উইকেট তুলে নিলে ম্যাচের গতিপথ পরিষ্কার হয়ে যায়। চতুর্থ দিনে কেবল আনুষ্ঠানিকতা সারল লিটন দাসের দল। ২০১৯ সালে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের প্রতিশোধ দারুণভাবে নিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
৫ দিনের টেস্টে কোন দল ৫০০ রানের ব্যবধানে জিততে পারেনি কখনো। বাংলাদেশ প্রথম এই কীর্তি গড়লো। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply