দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় , বৃহস্পতিবার আঘাত হানবে ভারতে

ডেস্ক রিপোর্ট :
দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তারপরও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করছে ভারত সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি গুজরাটে আঘাত হানবে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিপর্যয় ভারতে আঘাত হানবে। ফলে কুচ, দেবভূমি দ্বারকা, জামনগর, পোরবন্দর, রাজকোট, জুনাগঢ় ও মরবি জেলায় তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসময় বাতাসের গতি হতে পারে ১২৫-১৩৫ কিলোমিটার।

তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়তে পারে। বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির শঙ্কাও করা হচ্ছে। এছাড়াও খেতের ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিপর্যয় সৌরাষ্ট্র-কুচ সৌকতে নিকটে আসবে। এসময় ওই এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *