বরিশাল সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ

ডেস্ক রিপোর্ট :
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রচারণার শেষ আজ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ জুন সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও ভোট কেন্দ্রের সকল কার্যক্রম আগামীকালের ভেতর সম্পন্ন করা হবে। সোমবার ১২ জুন সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে।

বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ৭জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন।

এটিভি বাংলা  / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *