অনলাইন প্রতিবেদক:
ব্যারিস্টার হবার স্বপ্নে আজারবাইজানে পড়তে গিয়েছিলেন রাজশাহীর ফেরদৌসি খাতুন রিয়া। ভর্তি হয়েছিলেন দেশটির রাষ্ট্রায়াত্ব বাকু স্টেট ইউনিভার্সিটিতে। তবে পড়াশোনা তার শেষ হলো না। বিদেশের মাটিতেই পৃথিবী থেকে শেষ বিদায় নিতে হয়েছে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক বলছেন আজারবাইজানে থাকা বাঙালি শিক্ষার্থী এবং পরিবারের সদস্যরা।
রিয়ার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আবু বক্কর। ঢাকার একটি কলেজ থেকে কয়েক বছর আগে রিয়া অর্নাস শেষ করেন। এরপর ব্যারিস্টারি পড়তে গত বছর আজারবাইজান যান। পড়াশোনার পাশাপাশি তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আজারবাইজান থেকে আসা তথ্য মতে, গত ২২ ফেব্রুয়ারি রিয়াকে আহত অবস্থায় কেউ একজন গানজা শহরের ৩ নাম্বার হাসপাতালে ভর্তি করেন। পরদিন বুধবার রিয়া এই হাসপাতালেই মারা যান। বৃহস্পতিবার রাজশাহীতে এ খবর এসেছে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply