1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬২ Time View

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে আরও সাতজন। তবে, এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গুরোগী মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি আজ শনিবার (২৭ মে) পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৩ জন ও ঢাকার বাইরের ভর্তি হয়েছে সাতজন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছে। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৭০৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৪৮৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৯৯৩ জন এবং ঢাকার বাইরে ৫৫৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech