ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজারে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (২০ মে) ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেটগামী যাত্রীবাহী ট্রেন উদয়ন এক্সপ্রেসের সামনে গাছ পড়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসেছে। উদ্ধারকাজ শেষ করলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply