বিনোদন ডেস্ক :
কয়েকদিন আগেই চিত্রনায়িকা পরী মণি জানিয়েছিলেন জ্বরে আক্রান্ত তিনি। তার একদিন পর সোমবার (১৫ মে) জানান অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এই চিত্রনায়িকা।
আজ মঙ্গলবার (১৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে পরী মণি লেখেন, ‘গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানুলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।’
জনপ্রিয় অভিনেত্রী লেখেন,‘সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কি লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।’
আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যা ফিল্ম’-এ প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি। গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরী মণি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply