মোখা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক রূপে কুয়াকাটা

ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেছে। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক চেহারায় ফিরেছে সাগরকন্যা কুয়াকাটা। আসতে শুরু করেছে পর্যটক। দর্শনীয় স্থানগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠিান খুলে বসেছে।

সৈকতে লাল কাঁকড়ার অবাধ বিচরণে ফুটে উঠেছে আল্পনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুক আর সবুজ প্রকৃতির নিজস্ব খেয়ালে সাগরকন্যা পেয়েছে ভিন্ন রূপ। প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। তাই পর্যটকরা কুয়াকাটায় বারবার ছুটে আসেন।

স্থানীয়রা জানায়, ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ায় পর পর্যটক শূন্য হয়ে পড়ে সাগর কন্যা কুয়াকাটা। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ফুসে ওঠে বঙ্গোপসাগর। ঢেউয়ের শোঁ শোঁ শব্দে কিছুটা আতংকিত হয়ে পড়েন পর্যটন ব্যাবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। জলোচ্ছ্বাসের ভয়ে সৈকতে ছাতা, বেঞ্চি ও ভাসমান ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সৈকতে নামায় ছিলো নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে কুয়াকাটা পরিণত হয়েছিল ভূতুড়ে আতঙ্কের নগরীতে। তবে ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশে আঘাত না করায় কোন ধরনের ক্ষতির মুখে পড়েনি সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা এমটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এছাড়া ঢাকা থেকে কুয়াকাটা আসতে আগের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন। তবে সপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় জমে বলে তিনি জানিয়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব বলেন, প্রতি বছর কমবেশি ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলীয় এই এলাকায়। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা ঝুঁকিপূর্ণ সময়টাতে বেশিরভাগ হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যবস্থা করি। ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রেও সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করেছে। তবে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটিতে পর্যটক বেশি হয়। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। .

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *