ডেস্ক রিপোর্ট :
দেশে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একইসঙ্গে বৃষ্টির আশাও দেখছে তারা। আজ সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তরটি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পূর্বাভাস বলছে, দেশে অস্থায়ীভাবে আংশিক শেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ‘তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরও বলা হয়, রাজশাহী নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিযে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যান্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। আবহাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সম্পর্কে বলা হয়েছে, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply