স্পোর্টস ডেস্ক :
আইপিএলে আজ মঙ্গলবার (২ মে) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনেকটা অসম লড়াই। পয়েন্ট পেবিলের শীর্ষে আছে গুজরাট, দিল্লির অবস্থান সবার শেষে। আজকের ম্যাচ শেষে দিল্লির ক্যাম্প ছাড়বেন মুস্তাফিজুর রহমান। যোগ দেবেন ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দলের সঙ্গে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের ছুটিতে যাওয়ার আগে শেষ ম্যাচটিতেও একাদশে সুযোগ পেলেন না মুস্তাফিজ।
চলতি আসরে ভরাডুবির মধ্য দিয়ে গেছে মুস্তাফিজের দল দিল্লি। প্রথম ম্যাচেই দেখেছিল হারের মুখ। পরবর্তীতে টানা দুই ম্যাচ জিতলেও সর্বশেষ ম্যাচে আবার হেরেছে তারা। দলের সবাইকে মোটামুটি ব্যর্থ বলা চলে। সেই দলে আছেন মুস্তাফিজও। দলের ক্রমাগত ব্যর্থতায় মুস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছিল দিল্লি কর্তৃপক্ষ। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।
টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও বল হাতে ব্যর্থতার পরিচয় দেন বাঁহাতি এই পেসার। দিল্লির ব্যর্থতার দায় তাই বর্তায় তার ওপরেও। দুই ম্যাচ পর আর একাদশে সুযোগ দেওয়া হয়নি তাকে। আজকের ম্যাচেও রইলেন উপক্ষিত।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply