নিউইয়র্কের জ্যামাইকায় “লিটল বাংলাদেশ” নামে একটি সড়কের নাম করন করা হয়েছে। সোমবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা হিলসাইড ১৬৯ স্ট্রিট ও হ্যামলন এভিনিউ কে “লিটল বাংলাদেশ” নামে উদ্ভোধন করেন স্থানীয় কাউন্সিলম্যান জীন জিনারো। নিউইয়র্কে এই প্রথম বাংলাদেশ নামে কোন সড়কের নামকরন করা হলো।
স্বদেশের নামে সড়ক উদ্ভোধন উপলক্ষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডাকার্টজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান জিন জিনারো, নিউইয়র্ক স্টেট এসেম্বলী মেম্বার
ডেভিড উইপ্রিন, স্টেট এসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী,মূলধারার নেতা এটর্নী মঈন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি সৈয়দ আল আমিন রাসেল, কমিউনিটি বোর্ড মেম্বার তুহিন মোহাম্মদ, আহসান হাবিবসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
নিউইয়র্কে বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবী ছিল শহীদ মিনার ও বাংলাদেশ সড়ক।
Leave a Reply