ফ্লপের পথে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্ক :
ঈদ মানের বলিউড ভাইজান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে হাজির হয়েছেন সালমান খান।

তবে বক্স অফিস রিপোর্ট বলছে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে; যা ঈদে বলিউড ভাইজানের জন্য হতাশার। সামগ্রিকভাবে, সিনেমাটি নিয়ে ভক্ত এবং সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

তবে সালমান খানের ভক্তরা এই অ্যাকশন-প্যাকড পারিবারিক বিনোদনকে পছন্দ করছেন।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের পাশাপাশি এই সিনেমায় আছেন পূজা হেজ, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জগপতি বাবু, ভেঙ্কটেশ দাগ্গুবতি প্রমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ শেহনাজ গিল।

অভিনয় করেছেন প্রবীণ তেলেগু অভিনেতা ভেঙ্কাটেশ, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *