লাইফস্টাইল ডেস্ক :
মিন্ট সুলাইমানি ঠাণ্ডা পানীয়। এটি দিনের যেকোনো সময় পান করতে পারবেন। ইফতারের পর এক কাপ চা মন ভরে দেয়। কিন্তু এই গরমে, গরম চা মেজাজ আরও খারাপ করে তুলে। তাই ঠাণ্ডা চায়ে ভিন্ন স্বাদ এনে তৈরি করুন মিন্ট সুলাইমানি। এই গরমে এটি আপনাকে করে তুলবে সতেজ।
উপাদান
চা পাতা ১ টেবিল চামচ
পানি আড়াই কাপ
পুদিনা পাতা ৮টি
লেবুর রস ২ টেবিল চামচ
কুচি করা আদা ১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো সামান্য
মধু ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
পানি দিয়ে একটি প্যান চুলায় বসান। এতে আদা, এলাচ গুঁড়ো এবং চা পাতা যোগ করুন। চা বানানো হয়ে গেলে নামিয়ে নিন।
অন্য একটি পাত্রে লেবুর রস, মধু এবং পুদিনা পাতা মেশান।
এবার চা একটি গ্লাসে ঢেলে নিন। এতে পুদিনা পাতার মিশ্রণটি মিশিয়ে নিন।
পরিবেশন করার আগে ফ্রিজে রেখে নিন। এবার মন মতো সাজিয়ে পরিবেশন করুন মিন্ট সুলাইমানি।
Leave a Reply