মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, জাভার তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার দূরে সাগরে স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৫৯৪ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্রের বরাতে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাংয়ে ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে, এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইন্দোনেশিয়ার ভূমিকম্প নিয়ে আরেক তথ্য দিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি)। সংস্থাটির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চয় দশমিক পাঁচ। আর গভীরতা ৫৯২ কিলোমিটার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply