স্পোর্টস ডেস্ক :
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমে এমন বিরল নজির গড়েন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এদিন ২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।
আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ২০১৬ আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। আইপিএলে ধোনি অধিনায়কত্ব করেছেন এখন পর্যন্ত ২১৪টি ম্যাচে। এর মধ্যে ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।
২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক ছোঁয়ার দিনে ধোনি বলেন, খুব ভাল লাগছে। দর্শকরা সবসময় পাশে থেকেছেন। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী থেকেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কীভাবে বদলেছে সেটা দেখতে পেয়েছি।
এদিকে, অধিনায়কের মাইলফলকের ম্যাচটা রাঙাতে চায় চেন্নাই। এ প্রসঙ্গে দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বলেন, ধোনি একজন কিংবদন্তি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ধোনিকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা রাজস্থানের বিরুদ্ধে জিতব। অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলছেন ধোনি, জয়টাই সব থেকে বড় উপহার হতে পারে ওর জন্য। আশা করব ধারাবাহিকভাবে জিততে পারব আমরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply