‘সালমানের বিয়ে নিয়ে এত আগ্রহ কেন? : আরবাজ খান

বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খানের পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই আরবাজ খান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে। বাংলায় বলেন, আমি তোমাকে ভালোবাসি।

আরবাজ আরও বলেন, ‘এর আগেও একবার বাংলাদেশে এসেছিলাম আমি। বাংলাদেশে এসে ভীষণ ভালো লাগছে আমার। এবার খুব কম সময় নিয়ে শুধু ব্র্যান্ড ওপেনিংর জন্য এসেছি। আগামীতে আরও লম্বা সময় নিয়ে আসব ইনশাআল্লাহ, বাংলাদেশ ঘুরে দেখার জন্য। আপনাদের সঙ্গে এনজয় এবং ফুড টেস্ট করার জন্য।’

বাংলাদেশে প্রযোজনা করবেন কিনা জানতে চাইলে আরবাজ জানান, ‘ভালো গল্প পেলে অবশ্যই বাংলাদেশে প্রযোজনা করবেন তিনি। সেই সঙ্গে প্রয়োজন হলে শুটিং-ও করবেন বলে জানিয়েছেন এই বলি অভিনেতা।’ এসময় তার ভাই সালমান খান কবে বিয়ে করবেন বলে জানতে চাইলে জবাবে আরবাজ বলেন, ‘সালমানের বিয়ে নিয়ে এত আগ্রহ কেন? আগে নিজে বিয়ে করুন।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *