স্পোর্টস ডেস্ক :
দলের বড় কোনো অর্জন, জয় কিংবা সিরিজ জেতার পর পর মাঠকর্মীদের পুরস্কৃত করার সংস্কৃতি রয়েছে। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আরও একবার সেটায় শামিল হলেন। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এতেই আইরিশরা রক্ষা পায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে।
এমন হারের দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের নগদ অর্থ উপহার দিলেন সাকিব। ২৬ মাঠকর্মীকে প্রায় দুই লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন সাকিব। নিজ হাতে সাদা খামে করে মাঠকর্মীদের উপহার পিচ কিউরেটরের হাতে তুলে দেন সাকিব।
আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে দেখা মিলে এমন দৃশ্যের। মাঠকর্মীরা যখন নিজেদের পুরস্কার বুঝে নিচ্ছিলেন, তখন মাঠেই বসে ছিলেন সাকিব। ডাগআউটে বসে হাসছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবে এমন হাসিই বলে দেয় মাঠকর্মীদের এমন উপহার দিয়ে কতটা খুশি তিনি।
অবশ্য মাঠকর্মীদের সাকিবের এমন পুরস্কার নতুন নয় গত বছর ঈদে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের ১০ লাখ টাকা বোনাস দিয়েছিলেন সাকিব। শুধু তাই নয় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেও পুরস্কারের এক লাখ টাকা সাগরিকার মাঠকর্মীদের দিয়েছিলেন সাকিব।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply