জার্মানির হামবুর্গে ফের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির হামবুর্গ শহরে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ মার্চ) শেষ সময়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটল।

হামবুর্গ শহরের প্রসিকিউটর কার্যালয় বলছে, নিহত দুজনের মধ্যে একজন ওই বন্দুকধারী। সে আত্মহত্যা করার আগে আরেক ব্যক্তিকে গুলি করে।

গোলাগুলির কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলছে, দুটি বহুতল ভবনের মধ্যবর্তী রাস্তায় লাশ দুটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তারা মারা যায়।

পুলিশ আরও বলছে, বন্দুকধারীর বয়স ৫০ ও ভুক্তভোগীর বয়স ৪২। দুজনেই পূর্ব পরিচিত ছিল।

জার্মানির স্থানীয় সংবাদপত্র বিল্ড জানায়, হামবুর্গের লাঙ্গেনহর্নতে শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *