যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধের ধাক্কা লেগেছে বিশ্বের অন্যান্য দেশেগুলোতেও। পুঁজি হারাচ্ছে বিভিন্ন দেশের ব্যাংকিং খাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বস্ত করার পরেও জার্মানি ও স্পেনের ব্যাংকগুলোর শেয়ার পতন অব্যাহত আছে।
এসভিবি বন্ধের পর বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে বাইডেন ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা নিরাপদ’ বলে ঘোষণা দেন। এ সময় ব্যাংকিং খাতকে রক্ষা করতে ‘যা যা প্রয়োজন তাই করার প্রতিশ্রতিও দেন বাইডেন। এই প্রতিশ্রুতির পরেও গতকাল সোমবার (১৩ মার্চ) ১০ শতাংশেরও বেশি নেমে যায় জার্মানির কমার্জ ব্যাংক এবং স্পেনের সান্তাদার ব্যাংকের শেয়ারের দর।
কিন্তু এসভিবির পতনের পর ঋণদাতারা এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি বলেই আশঙ্কা করছেন বিনোয়োগকারীরা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক দেশটির সুদের হার বাড়ানো অব্যাহত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি থেকেও সরে আসতে পারে বলেও আশঙ্কা তাদের। বিনিয়োগকারদের এসব শঙ্কা ও অনাস্থার কারণেই এই আর্থিক ক্ষতি বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
সিলিকন ভ্যালি ব্যাংকে যারা টাকা রেখেছিলেন, তারা তাদের আমানত ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছিলেন বাইেডন। কিন্তু এসভিবির পর সিগনেচার ব্যাংকও বন্ধ হয়ে যাওয়ায় তারল্য সংকট দেখা দেয় ব্যাংকগুলোতে। ইউরোপের চেয়ে বেশি সংকটে পড়ে যুক্তরাষ্ট্রের বেশকিছু স্বল্প পুঁজির ব্যাংক। ব্যাংকে পর্যাপ্ত ডলার আছে–কর্তৃপক্ষের এমন প্রতিশ্রুতির পরেও আস্থা পায়নি গ্রাহক ও বিনিয়োগকারীরা।
এই তারল্য সংকটের কারণে কর্মীদের বেতন পরিশোধ করতে পারবেন না বলে আশঙ্কা করছে অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply