- জন্ম থেকেই নেই দুটি হাত ও একটি পা। অন্যভাবে বলতে গেলে চার হাত-পায়ের মধ্যে তার সম্বল কেবল একটি পা। সেই পা দিয়ে লিখেই তামান্না পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। অদম্য মেধাবী সেই তামান্না এবার এইচএসসিতেও পেলেন জিপিএ-৫

তামান্না’র পায়ে লিখে জিপিএ৫
by
Tags:
Leave a Reply