রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি। তিনি জানান, ৯ বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় মোট পাস করেছেন ১৩,০৬,৭১৮ জন। মোট পাসের হার ৯৫.২৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১,৮৯,১৬৯ জন।
এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি। এছাড়া শতভাগ পাস করেছে ১৯৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে।
ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫৯,২৩৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯,৯৭১ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪,৭৩১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫,৩৪৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯, জিপিএ-৫ পেয়েছেন ৩২,৮০০ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩,৭২০ জন। যশোর শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৯৮.১১ শতাংশ, এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২০,৮৭৮ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন।
এটিভি বাংলা/শ্রাবণ
Leave a Reply