বিনোদন ডেস্ক :
কলকাতায় এসে একসঙ্গে দু’টি বোমা ফেললেন রণবীর কাপুর! জানিয়ে দিলেন প্রয়াত অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন। তবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে না তাকে।
বর্তমানে ‘রকস্টার’ অভিনেতা কলকাতায় এসেছেন তার আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এর প্রচারের জন্য। আর সেখানেই রবিবার একটি ইভেন্টে তিনি এই দু’জন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা শুধুমাত্র ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। উনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’
অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকে বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply