1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

মেসির ৭০০ গোলের মাইফলক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View
স্পোর্টস ডেস্ক :

মেসির জন্য এ এক স্মরণীয় ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি। অন্যদিকে পিএসজির জার্সিতে ২০০ গোলের রেকর্ড গড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই দুই তারকার রেকর্ডময় ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে বড় জয় পেল পিএসজি।

মেসি বাদে ৭০০ গোলের এই কৃতিত্ব রয়েছে শুধু একজনের। তিনি মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। ৯৪৩তম ম্যাচে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। আর মেসি করলেন ৮৪০ ম্যাচে। ১০৩ ম্যাচ কম খেলে রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা ।

মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ২৫তম মিনিটেই লিড পায় পিএসজি। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। তবে মিনিট তিনেক পর পিএসজির জালে বল জড়ায় এরিক বেইলি। তবে বল নিয়ন্ত্রণে নেয়ার সময় হাতে লাগায় তার গোল বাতিল করেন রেফারি।

প্রথম গোলের পর দ্বিতীয় গোলের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি পিএসজির। ম্যাচের ২৯তম মিনিটে এমবাপ্পের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করতে ভুল করেননি মেসি। তার এই গোলেই ২-০ ব্যবধানে লিড নেয় পিএসজি।

৩৩তম মিনিটে ফের একবার এগিয়ে যেতে পারত পিএসজি। তবে ডি-বক্সের বাইরে থেকে মেসির শট জালের নিশানা খুঁজে পায়নি। ৩৮তম মিনিটে ফের একবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় পিএসজি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে পিএসজি। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির বাড়ানো শট থেকে দুর্দান্ত এক ভলিতে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ১৭ গোল নিয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এমবাপ্পে। ১২ গোল করেছেন মেসি।

ম্যাচের ৬৫তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল মার্সেই। তবে পিএসজি গোলরক্ষক দোনারুম্মার বিশ্বস্ত হাতে সে যাত্রায় রক্ষা পায় পিএসজি। বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ করতে না পারায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল পিএসজি। ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে মাসের্ই।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech