বিনোদন ডেস্ক :
সেলফি সিনেমার প্রচারে গিয়ে ধুন্ধুমার সেলফি কাণ্ডই ঘটিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি ভেঙেছেন সেলফি তোলার আগের রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো অক্ষয় তিন মিনিটে ভক্তদের সাথে ১৮৪টি সেলফি তুলেছেন।
বুধবার সেলফি সিনেমার প্রচারে গিয়ে এই কাণ্ড ঘটান অক্ষয়। আর সেই সেলফি দিয়ে লঙ্কাকাণ্ড ঘটানোর ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই অভিনেতা।
আর এই নতুন ‘সেলফি কিংয়ের’ হাতে সনদ তুলে দিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।
এই রেকর্ড গড়তে পেরে ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অক্ষয়। বলেছেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন।
এর আগে রেকর্ডটি ছিল ডোয়াইন জনসনের (যিনি রেসলিংয়ের ময়দানে রক নামেই বেশি পরিচিত) দখলে। তিনি লন্ডনে ২০১৫ সালে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলেছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply