ডেস্ক রিপোর্ট:
কোভিড মহামারিতে বিশ্বের বেশির ভাগ দেশের গণতন্ত্রের সূচকের অবনমন ঘটলেও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক ২০২১-এর পর্যালোচনা মতে গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে বুধবার ইআইইউ এই সূচক প্রকাশ করেছে। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক-২০২১ এ আগের বছরের তুলনায় বাংলাদেশের নাগরিক স্বাধীনতার অগ্রগতি সূচকে উন্নতিতে অবদান রেখেছে।
নির্বাচনী প্রক্রিয়া এবং বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা ইন্টেলিজেন্স ইউনিটের এই সূচক পাঁচটি বিভাগের স্কোরের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিশ্বের ১৬৫ দেশ ও দুটি অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে স্কোরের ১০ ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।
এটিভি বাংলা/শ্রাবণ
Leave a Reply