স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ভারতের মধ্যে ফিল্ম ট্যুরিজম ও ঢাকায় বলিউড ভিত্তিক অভিনয় স্কুল চালু করার লক্ষ্যে ইন্ডীয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেডের শুভেচ্ছা দ্যূত হিসেবে নিযুক্ত হয়েছেন নোমান রবিন। ৯ ফেব্রিয়ারী সন্ধ্যায় ক্লাবের প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন ও কার্যকরী কমিটির সদস্য জনাব এনামুক হকের উপস্থিতে অফিসিয়াল চিঠি গ্রহণ করেন আন্তর্জাতিক খেতাব প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নোমান রবিন। এই প্রসঙ্গে নোমান বলেন, আমার লক্ষ্য থাকবে দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মেধা ভিত্তিক, সৌহার্দ্যপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে এই ক্লাবকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠা করা। ক্লাব প্রেসিডেন্ট বলেন, গত বছর বলিউড অভিনেত্রী শুধার চন্দ্রন ও পরিচালক রাজীব ওয়ালিয়া ঢাকায় বলিউড ভিত্তিক অভিনয় স্কুল ও বলিউডে ফিল্ম ট্যুরিজম ব্যবস্থা চালু করতে ক্লাব বরাবর প্রস্তাবনা পেশ করে। এই সম্পর্কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন ছিল ফিল্মের একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির। আমাদের বিশ্বাস নোমান তার অভিজ্ঞতা ও মেধা দিয়ে আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। উল্লেখ্য নোমান এই মাসের ২৫ তারিখে ক্লাবের শুচেচ্ছা দূত হিসেবে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।
Leave a Reply