কুমিল্লার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে সিলেট। এক ওপেনার বিজয় ৪৬ রানে ফিরলেও, অপর ওপেনিং ব্যাটার কলিন ইনগ্রাম ৮৯ রান তুলে নেন।
প্রথম দশ ওভারে ৯২ রান তুললেও, শেষ দশ ওভারে কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে ১৬৯ রানেই থামতে হয় সিলেটকে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে লিটন-ডু প্লেসিরা ব্যর্থ হলেও, জয় ও মঈন আলীর ব্যাটে ভালই জবাব দেয় কুমিল্লা। তবে জয় ৬৫ ও মঈন ৪৬ রানে থামলে চাপে পড়ে কুমিল্লা।
এরপর দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন সুনীল নারিন। ১২ বলে ২৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এই ক্যারিবিয় অললাউন্ডার।
এটিভি বাংলা/তুর্য
Leave a Reply