স্পোর্টস ডেস্ক:
বিপিএলে দিনের প্রথম ম্যাচে শেষ ওভারের উত্তেজনায় মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৪৫ রানে থামে ঢাকার ইনিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৩৯ রান তোলে চট্টগ্রাম, হারায় ১ উইকেট। মাত্র ১ রান করে ওপেনার জাকের আলীর বিদায়ের পর আফিফ হোসেনকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন উইল জ্যাকস।
ব্যক্তিগত ২৬ রানে জ্যাকস ফিরলেও, ৬ষ্ঠ উইকেটে শামীম পাটোয়ারী ও বেনি হাওয়েলের ৫৮ রানের জুটিতে স্বস্তি আসে চট্টগ্রামের। ৩৪ বলে আসরের প্রথম ফিফটিতে ৬ উইকেটে ১৪৮ রানের স্কোর পায় চট্টগ্রাম।
ঢাকার সব বোলারই পান একটি করে উইকেট। তবে বোলিংয়ে কিপটে ছিলেন মাশরাফী এবং আরাফাত সানি। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পেয়েছেন একটি উইকেট।
জবাবে ব্যাট করতে আবারো জ্বলে ওঠেন তামিম। এই মারকুটে ওপেনার নিজে এক পাশ আগলে রাখলেও উইকেটে টিকতে পারেন নি আর কেউ। শেষ পর্যন্ত খেলা গড়ে ২০ তম ওভারে। ঢাকার প্রয়োজন তখন ৯ রান। এক প্রান্তে ৫৬ বলে ৭৩ রান নিয়ে দাঁড়িয়ে ছিলেন তামিম। কিন্তু শেষ ওভারের বল হাতে নিয়েই বাজিমাত করে মৃত্যুঞ্জয়।
প্রথম বলেই কায়েস আহমেদকে শিকার বানান মৃত্যুঞ্জয়। এরপর ব্যাট করতে নামা মোহাম্মদ নাঈম দুই বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। শেষ তিন বলে ঢাকার টার্গেট দাঁড়ায় ৯ রান! চতুর্থ বলে অতিরিক্ত থেকে আসে এক রান। এরপরের বলে কোনোমতে একটি সিঙ্গেল নিয়ে তামিমকে স্ট্রাইক দেন নাঈম।
কিন্তু পঞ্চম বলে মৃত্যুঞ্জয়ের ইয়র্কার ভালোমতো সামলাতে পারেননি তামিম, লেগবাই সূত্রে পেলেন মোটে এক রান। ইনিংসের শেষ বলে নো বল করলে আবারও ঢাকার দিকে ঝুলে পড়ে ম্যাচ। তবে শেষ বলে নাঈম নিতে পারলেন কেবল এক রান। আর তাতেই তিন রানের হার দেখে ঢাকা।
এটিভি বাংলা/সুমনা
Leave a Reply