মাঘ মাস শুরু হতেই আবারও প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। কনকনে শীতে বিপাকে পড়েছে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ।
রংপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস বলেছে, এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এদিকে, দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সকালে তারা কাজে যেতে পারছে না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দিনাজপুর থাকছে কুয়াশার চাদরে ঢাকা।
এ ছাড়া, চুয়াডাঙ্গায় তিন দিন পর আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply