স্পোর্টস ডেস্ক :
টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। এতে এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে ফাইনালে উঠল বাংলাদেশ। কাল শিরোপার জন্য খেলবে মামুনুর রশীদের শিষ্যরা। এছাড়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার মাধ্যমে বাংলাদেশ যুব এশিয়া কাপও নিশ্চিত করেছে।
বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। ৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন মো. হোসাইন। দুই মিনিট পর মো. হাসান গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও উজবেকিস্তান। এই ম্যাচে স্বাগতিক ওমানই ফেভারিট। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপার জন্য নামবে লাল-সবুজের দল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply