স্পোর্টস ডেস্ক :
এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। তবে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন তিনি।
অনেকটা অনুমিতভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেনন বিশ্বকাপজয়ী গোলরক্ষক লরিস। তবে চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে ক্লাব ক্যারিয়ার। ফ্রান্সের হয়ে খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন লে ব্লুদের অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।
এর আগে একই দিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল। লরিস ক্লাব ক্যারিয়ার চালিয়ে গেলেও সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বেল।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান ওয়েলস তারকা বেল। তবে ভবিষ্যতে অন্য কোনো পরিচয়ে ফুটবলে ফিরবেন নাকি আলোচিত গলফে গড়বেন পরবর্তী ক্যারিয়ার সে ব্যাপারে অবশ্য এখনো কিছুই জানাননি তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply