বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের পরিচিত নাম। ব্যক্তিগত জীবনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। বেশ ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন। তবে নামের পাশে স্বামীর পদবী মুছে ফেলার পর এই তারকাজুটির বিচ্ছেদ প্রশ্নে গুঞ্জন উঠেছে।
সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম তাকে নিকের স্ত্রী বলায় প্রিয়াঙ্কার চটে যাওয়া আরও খানিক ঘি ঢেলেছে সেই চর্চার আগুনে। বিষয়টি নিয়ে যখন তুমুল জল্পনা বলি পাড়া থেকে অনুরাগী মহল সর্বত্রই। তখন মুখে আর কুলুপ এঁটে থাকতে পারলেন না ভারতের এই ‘দেশি গার্ল’ খ্যাত নায়িকা। অবশেষে বিচ্ছেদ প্রশ্নে মুখ খুললেন প্রিয়াঙ্কা।
সব বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিায়ঙ্কা চোপড়া হয়েছেন তিনি। এতে আর কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই। বরং উল্টে নাম বদল নিয়ে এতশত চর্চা যেন খানিক বিব্রতই করেছে ‘ম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীকে।
এটিভি/আনন্দ ইসলাম
Leave a Reply