ডেস্ক রিপোর্ট :
হঠাৎ করেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে গেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এখানে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বাতাসের তীব্রতাও বেড়েছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও সেই রোদে ছিলো না কোনো উত্তাপ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুণে। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে জনজীবন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, সকাল ৯টার দিকে জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী আরো দুই-একদিন শীতের এ ধারা অব্যাহত থাকবে। এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগে ভর্তি হয়েছে শতাধিক রোগী।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply