বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ, মেসেজিং অ্যাপটি নতুন একটি ফিচার নিয়ে এসেছে। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা ‘ডিলেট ফর মি’ মুছে গেলে ফিরিয়ে আনতে পারবেন।
হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা ‘ডিলেট ফর এভরিওয়ান’ অপশনে ক্লিক করতে গিয়ে ভুল বা দুর্ঘটনাবশত ‘ডিলেট ফর মি’ অপশনে চাপ দিয়ে ফেলেন। এটা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
কিন্তু নতুন ফিচারে ব্যবহারকারীরা ভুলবশত এমনটি করে থাকলে ‘ডিলেট ফর মি’ কয়েক সেকেন্ডের মধ্যে ‘আনডু’ অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন।
হোয়াটস অ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এই সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন। ফিচারটি ইতোমধ্যে চালু হয়েছে। সকল ব্যবহারকারী এখন থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply