বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। খুশিতে আত্মহারা বাঙালি ভক্তরা। ফুটবল ছাপিয়ে এ উল্লাস ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনেও। মেসিদের জয় উদযাপন করতে দিগভোলা হয়ে ড্রাম বাজিয়েছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, জার্সি পরে রাস্তায় নেমেছেন সাকিব আল হাসান।
গতকাল রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তাতে ৩৬ বছরের আক্ষেপ শেষে উল্লাসে মাতে সারাবিশ্বের মেসি ভক্তরা।
আর্জেন্টিনার জয়ের পরে মাশরাফী ফেসবুকে লেখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদ্যাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদ্যাপন করতে চাই।’
ভিডিওতে দেখা যায়, খোলা রাস্তায় মাথায় রুমাল বেঁধে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ড্রাম বাজিয়ে উৎসব করছেন। আর আশেপাশে সকলে আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে উল্লাস করছেন।
অন্যদিকে জাতীয় দলের খেলা থাকায় ফাইনাল দেখতে কাতারে যেতে পারেননি সাকিব। তবে মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দ ছুঁয়ে গেছে তাঁকেও। তাই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করেন তিনি। রাস্তায় গাড়ির স্টিয়ারিংয়ে বসেই জার্সি ঝাকিয়ে উল্লাস প্রকাশ করেন সাকিব।
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply