হতশ্রী ব্যাটিংয়ে টেস্টের দ্বিতীয় দিনই মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। আজ শুক্রবার সেই হতাশা যেন বাড়তেই লাগল। বাংলাদেশকে দ্রুত থামিয়ে দিনের প্রায় আড়াই সেশন ব্যাটিং করল ভারত। তাতে ভারতের স্কোরবোর্ডে জমা হলো পাহাড়সম পুঁজি। যাতে চাপা পড়ল বাংলাদেশ।
লিডসহ বাংলাদেশের সামনে ৫১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ভারত। দিনের শেষ দিকে যার জবাবে নেমে ৪২ রানে দিন শেষ করে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৪৭১ রান। হাতে আছে পুরো দুদিন। অন্তত ড্র করতে হলেও টিকে থাকতে হবে গোটা দুদিন। এবার সাগরিকায় পরের দুদিনের এই চ্যালেঞ্জ বাংলাদেশ পাড়ি দিতে পারে কি না সেটাই দেখার।
ফলোঅন না করিয়ে বাংলাদেশকে আকাশ ছোঁয়া লিড দেবে ভারত সেটা বোঝাই যাচ্ছিল। হলো সেটাই। প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত দাপট দেখাল তৃতীয় সেশনের অর্ধেক পর্যন্ত। উইকেটে থিতু হয়ে সেঞ্চুরি হাঁকালেন চেতেশ্বর পুঁজারা ও শুভমান গিল। জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৫০০ ছাড়ানো টার্গেট দেয় সফরকারীরা।
আজ তৃতীয় সেশনে এসে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২৫৮ রানে থামল ভারত। প্রথম ইনিংসের লিড সংগ্রহ তাদের সংগ্রহ দাঁড়াল ৫১২।
মূলত পুঁজারা ও গিলের সেঞ্চুরির জন্যই ইনিংস ধরে রেখেছিল ভারত। শেষ পর্যন্ত দুজনেই বিকেলে পেলেন শতকের দেখা। ১৩০ বলে সেঞ্চুরির দেখা পান পুঁজারা। মোট ১৩ বাউন্ডারিতে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০১৯ সালের পর এবার বাংলাদেশের বিপক্ষে শতকের দেখা পেলেন পুঁজারা।
অন্যদিকে আরেক সেঞ্চুরিয়ান গিল করেছেন ১১০ রান। ১৫২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারি আর ৩ ছক্কায়। শেষ দিকে নেমে বিরাট কোহলি করেন ২৯ বলে অপরাজিত ১৯ রান।
এর আগে প্রথম ইনিংসে পুঁজারর ৯০ আর শ্রেয়াসের ৮৬ রানে ভর করে ৪০৪ রান করে ভারত। জবাবে দেড়শ রানেই থেমে যায় বাংলাদেশ। ভারত লিড পায় ২৫৪ রানের। তবে বড় লিড নিয়েও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে আকাশ সমান টার্গেট ছুঁড়ে দেয় লোকেশ রাহুলের দল।
আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। দ্বিতীয় দিন শেষে আজ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন মুশফিকুর রহিম। এর বাইরে বলার মতো ব্যাটিং নেই কারো।
গত ১৪ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে আগে ব্যাট করে ১৩৩.৫ ওভারে ৪০৪ রান করেছিল ভারত। জবাবে গতকাল দুপুরে খেলেতে নেমে উইকেটে আসা-যাওয়ার মিছিল শুরু করেছিলেন সাকিব আল হাসোনরা। শেষ পর্যন্ত ৫৫.৫ ওভার খেলে ১৫০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
২৫৪ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পরে আবার ব্যাটে নামে ভারত। ফলে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা উড়িয়ে এবার ভালো করার সম্ভাবনা তৈরি হয়েছে। বলে-ব্যাটে ভালো করতে পারলে ড্র করা অসম্ভব কিছু নয়। তবে সে জন্য পঞ্চম দিন টিকে থাকতে হবে বাংলাদেশকে। নয়তো পাড়ি দিতে হবে ৫০০ ছাড়ানো টার্গেট।
সংক্ষিপ্ত স্কোর :
প্রথম ইনিংসে ভারত : ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ (লোকেশ ২২, শুবমান গিল ২০, চেতেশ্বর পুজারা ৯০, বিরাট ১, পান্ত ৪৬, অক্ষর ১৪, শ্রেয়াস আইয়ার ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৩১.৫-৬-১১২-৪, তাইজুল ৪৬-১০-১৩৩-৪, ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)।
প্রথম ইনিংসে বাংলাদেশ : ৫৫.৫ ওভারে ১৫০/১০ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, মুশফিক ২৮, সাকিব ৩, লিটন ২৪, সোহান ১৬, তাইজুল ০, মিরাজ ২৫, ইবাদত ১৭, খালেদ ০*; কুলদীপ ১৬-৬-৪০-৫, সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, অক্ষর ৮.৫-৪-১০-১)।
ভারত ২য় ইনিংস : ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা (রাহুল ২৩, গিল ১১০, পুজারা ১০২*, কোহলি ১৯*; খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, শান্ত ৩-০-১২-০)।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply