স্পোর্টস ডেস্ক :
বয়স ৩৭, তবুও ছুটছেন ক্রোয়াট হাতিয়ার লুকা মদ্রিচ। সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তালিকায় তিনি আছেন। সর্বকালের সেরাদের তালিকায়ও উচ্চারিত মদ্রিচের নাম।
আজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সাথে সাথে একটি রেকর্ড সঙ্গী হবে ক্রোয়াট অধিনায়কের। ৩৭ বছর বয়সেও মাঝমাঠ দাপিয়ে বেড়ানো লুকা মদ্রিচের অর্জনের ভাণ্ডারে যুক্ত হবে আরেকটি পাতা।
এক বিশ্বকাপে ৬ টি ম্যাচে শুরুর একাদশে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন মদ্রিচ। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার খেলা ৫ টি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। এর মধ্যে শুধুমাত্র জাপানের বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি হয়ে উঠে যাওয়া ব্যতিত প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিটই খেলেছেন মদ্রিচ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply