ডেস্ক রিপোর্ট :
কেন্দ্রীয় বিএনপি দলীয় কার্যলয়ে পুলিশের বর্বরোচিত হামলা,অভিযান,নেতাকর্মীদের গণ গ্রেফতার হয়রানী, নিহত ও আহত করার প্রতিবাদ সহ ১০ই ডিসেম্বর মহা-সমাবেশ সফল করার লক্ষে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (০৮) ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ,মহানগর সদস্য সাইফুল আনাম বিপু,মহানগর যুবদলের সিনিয়ার সহ-সভাপতি কামরুল হাসান রতন,এ্যাড. তারেকুল ইসলাম শাহিন প্রমুভ।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,আব্দুল হালিম মৃধা, এ্যাড. হুমাউন কবীর মাসুদ, এ্যাড. সরোয়ার হোসাইন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এসময় বলেন অভিলম্বে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া সহ শান্তিপূর্ণভাবে সমাবেশ করার দাবী জানান।
Leave a Reply