চীন আজ বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে। বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, ‘উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশোনে থাকতে পারবে। এ ছাড়া ঘন ঘন পরীক্ষাবিষয়ক বাধ্য বাধকতাও আরও কমিয়ে আনা হবে।’
উল্লেখ্য, চীনে করোনা সংক্রমণে নেওয়া কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে সম্প্রতি বেইজিংসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ করোনার বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া শুরু করে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply