স্পোর্টস ডেস্ক :
চোটের পেটে গেছে নেইমারের কাতার বিশ্বকাপের প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্বে নেইমার মাঠে নামছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
চোট থেকে সেরে ওঠা নেইমার এই নতুন শুরুর আগে চুলের রংও পাল্টে নিয়েছেন।
ব্রাজিল ফরোয়ার্ড মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন, তাই চুলের রংয়েও হয়তো এনেছেন এই পরিবর্তন।
কাতার বিশ্বকাপে মাঠে নামার আগেই চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে সেই ছাঁটেই দেখা গেছে।
শেষ ষোলোয় ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর কাছে গেলেন নেইমার। এবার বদলেছেন চুলের রং।
তার এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply