শ্রীনগরে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত ১২

ডেস্ক রিপোর্ট :
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল। পথে কামারখোলা এলাকায় বাসটির একটি চাকা বিকল হয়ে গেলে সেটি এক্সপ্রেসওয়ের বাম পাশে দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ চলছিল।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১২ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *