তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

ডেস্ক রিপোর্ট :
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগ দায়েরের পর তিনি ৪৮ ঘণ্টার জন্য বিষয়টি মুলতবির আবেদন করেছিলেন।

সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ ওঠে। তবে তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ওই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

শেষ পর্যন্ত দুই পক্ষের পরিবার একসাথে বসে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করে নেয়। এরপর মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তুলে নেন সিফাতুর রহমান সৌরভ।

এর আগে, গত ২৮ জুলাই হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘রবিবার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছিলেন ওসি সাজ্জাদুর রহমান।

তবে তাসকিনের বন্ধু সৌরভ সময় সংবাদকে জানিয়েছেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করে অভিযোগ তুলে নেবেন, তবে তার আগে তাসকিনের সঙ্গে কথা বলবেন। অবশেষে অভিযোগ তুলে নিলেন সৌরভ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *