ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট : 
ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকেই এই নতুন নিয়ম চালু হবে। একই সঙ্গে ভারতকে আরও শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় আজ বুধবার (৩০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যদিও ভারত আমাদের বন্ধু, তবুও এত বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা খুবই কম। কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়া তাদের এমন সব কঠিন ও বিরক্তিকর ‘বাণিজ্যিক বাধা’ আছে যা অন্য কোনো দেশে দেখা যায় না।

ট্রাম্প আরও অভিযোগ করে বলেন, ‘ভারত তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে। চীনকে সঙ্গে নিয়ে তারাই রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এমন এক সময়ে (তারা এটি করছে) যখন সবাই চায় ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক রাশিয়া— এগুলো মোটেই ভালো নয়!

ট্রাম্প আরও বলেন, ১ আগস্ট ভারতকেও একটি অনির্দিষ্ট জরিমানার মুখোমুখি হতে হবে। তবে তিনি এর পরিমাণ বা কীসের জন্য তা বিস্তারিতভাবে জানাননি।

এই বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *