১৮ কোটি টাকা দিয়ে গাড়ি কিনেও চালাতে পারবেন না নেইমার

ডেস্ক রিপোর্ট :
নেইমার মানেই যেন চমক হোক তা ফুটবল মাঠে কিংবা মাঠের বাইরে। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্রাজিলিয়ান সুপারস্টার কিনেছেন এমন একটি গাড়ি, যা দেখে যে কেউ চমকে উঠবে কেননা গাড়িটি ‘ব্যাটম্যান’ সিনেমার বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইল!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, এই ব্যাটমোবাইলটি হল ওয়ার্নার ব্রাদার্স নির্মিত মাত্র ১০টি লিমিটেড এডিশনের একটি। ব্যাটম্যান চরিত্রের ৮৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছিল। গাড়িটির নকশা নেওয়া হয়েছে ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে, যেখানে ব্যাটম্যানের চরিত্রে ছিলেন ক্রিশ্চিয়ান বেল।

মূলত ৩০ লাখ ডলারের গাড়িটি নেইমার কিনেছেন মাত্র ১৫ লাখ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা! ৪.৬৫ মিটার লম্বা আর ২.৮ মিটার চওড়া এই ব্যাটমোবাইল টাম্বলারটি স্টিল ফ্রেমে মোড়ানো, যার গায়ে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার ও কেভলার। ভেতরে রয়েছে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন, যা উৎপাদন করে ৫২৫ হর্সপাওয়ারের শক্তি।

সবচেয়ে আকর্ষণীয় হলো এর সিনেমার মতো অদ্ভুত ফিচার: ‘ধোঁয়া বোমা’ ছোড়ার ব্যবস্থা, রেপ্লিকা জেট ইঞ্জিন, একটি অকার্যকর মেশিনগান, স্বয়ংক্রিয় স্পয়লার এবং ব্যাটম্যান-রবিন ককপিটের আদলে তৈরি দুই আসনের বসার জায়গা।

নেইমারের ব্যাটম্যান-প্রীতি নতুন কিছু নয়। তার পিঠে ব্যাটম্যান লোগোর ট্যাটুও আছে। ২০২২ সালে দ্য ব্যাটম্যান সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে তিনি বসেছিলেন রবার্ট প্যাটিনসনের ব্যাটমোবাইলেও।

তবে এত শখ করে কেনা গাড়িটি রাস্তায় চালাতে পারবেন না নেইমার। ইউরোপ এবং ব্রাজিল দুই জায়গাতেই এই ব্যাটমোবাইল চালানো নিষিদ্ধ। তাই গাড়িটি এখন শুধু তার বিলাসবহুল গ্যারাজেই স্থান পাবে। আর সেখানেই আগে থেকেই রয়েছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি পুরোসাঙে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও ল্যাম্বরগিনি হুরাকানের মতো সুপারকার।

তথ্য অনুযায়ী, নেইমারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ কোটি ডলার। পিএসজিতে খেলার সময় বছরে আয় করতেন প্রায় ৭ কোটি ৮০ লাখ ডলার বেতন। এছাড়া পেতেন বিভিন্ন বোনাস। পরবর্তীতে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে বছরে ১৬ কোটি ৩৭ লাখ ডলারের চুক্তি করেছিলেন, যদিও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্লাব ছেড়েছেন। তবু বিদায়বেলায় পেয়েছেন ১১ কোটি ৫০ লাখ ডলারের বেশি।

পিউমা, প্যানাসনিক, রেড বুল ও বিটসের মতো ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ থেকে তার বছরে আয় হয় আরও ৩-৪ কোটি ডলার। নেইমারের বিলাসিতার তালিকায় রয়েছে দুবাইয়ে ৫ কোটি ডলারের পেন্টহাউস, যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশাল সম্পত্তি এবং ব্রাজিলে ব্যক্তিগত একটি দ্বীপও।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *