এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক রিপোর্ট :
এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিন প্রকাশ করা হয়।

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় দুটি পরীক্ষা স্থগিত করা হয়।

নতুন সূচি অনুযায়ী পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র বা হিসাববিজ্ঞান প্রথম পত্র বা যুক্তিবিদ্যা প্রথম পত্র ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু তা ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেল (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র বা আরবি দ্বিতীয় পত্র বা পালি দ্বিতীয় পত্র। এ পরীক্ষা শুধু ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য।

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা) বা ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৭ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

অন্যদিকে অর্থনীতি প্রথম পত্র বা প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

এটিভি বাংলা /হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *