৯ ঘণ্টা পর পুলিশ পাহারায় মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৯ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছেড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

আজ মঙ্গলবার (২২ ‍জুলাই) সন্ধ্যার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এদিন সকাল সাড়ে ১০টা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন তারা। বাইরে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ।

বিকেল সাড়ে ৩টার দিকে একবার কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। এরপর ফিরে এসে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন-৭-এর দ্বিতীয় তলায় অবস্থান নেন। তখন থেকে ওই ভবনের সামনে ও আশেপাশের এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এসময় র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও ক্যাম্পাসে সক্রিয় দেখা যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। এক পর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রোরেলের ডিপো দিয়ে পার হয়ে যায়।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *