গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট :
গোপালগঞ্জ জেলায় আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ শেষে আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় জেলার যেকোনো স্থানে কোনো সভা, মিছিল বা জনসমাবেশ আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষার্থী, পরীক্ষার্থী, সরকারি দপ্তরের কার্যক্রম এবং জরুরি পরিষেবা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি ছিল। এরপর রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *