ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট :
মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রে ৩ (তিন) নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভোলার মেঘনা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশা ফেরিঘাট জোয়ার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরিতে যানবাহন ওঠানামার পথ তলিয়ে যায়। ফলে ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হয়।

অপরদিকে, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করায় ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পিডবোটে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে যাতায়াত করছে। এতে করে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঘাট সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অতি জোয়ারে ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে লো ওয়াটার ঘাটটি তলিয়ে যায়। তবে হাই ওয়াটার ঘাটটি চালু রয়েছে। তখন একটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করাতে হয়। এতে স্বাভাবিকের চেয়ে অনেক সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের পরিবহণ পরিদর্শক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *