সাকিবের দলে ফেরা নিয়ে কী বললেন বিসিবি পরিচালক ?

ডেস্ক রিপোর্ট :
গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিট্যালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটিতে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে তার খেলা না হলেও আরব আমিরাতের ফ্রাঞ্চাইজিটি তাকে দলে ভিড়িয়েছে। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচেই দূর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

টুর্নামেন্টটিতে দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। বল হাতেও মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতেই। তার নৈপুণ্যেই দুবাই ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও দেশের হয়ে খেলাটা অনিশ্চিত সাকিবের। তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে কথা বলার সময় জানালেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কেউ বলতে পারবেন না। সবসময় তার জন্য দরজা খোলা আছে। এটা এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।’

সাকিবের ফেরার বিষয়ে জানতে চাইলে মিঠু বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে, সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *