মিটফোর্ডের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি মির্জা ফখরুলের

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই পৈশাচিক ঘটনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছেন।

মির্জা ফখরুল তার বিবৃতিতে বলেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেশে বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করেছে। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই এবং আইনের শাসন সম্পূর্ণরূপে অনুপস্থিত।

মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে সমাজ আরও অন্ধকারে নিমজ্জিত হবে এবং এমন অপরাধ প্রবণতা আরও বাড়বে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *